Site icon janatar kalam

আম্বেদকরের দিশাকে পাথেয় করে এগিয়ে যাচ্ছে কংগ্রেস : আশীষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিরোধান দিবসে ডঃ বি আর আম্বেদকরকে শ্রদ্ধা প্রদেশ কংগ্রেসের। প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি ডিপার্টমেন্টের উদ্যোগে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে ডঃ বি.আর আম্বেদকরের তিরোধান দিবসটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যরা।
উপস্থিত সকলে ডঃ বি.আর আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সাড়া জীবন লড়াই করে গেছেন ডঃ বি.আর আম্বেদকর। সমাজে পিছিয়ে পড়া মানুষ যেন তাদের অধিকার পায় তার জন্য কাজ করে গেছেন তিনি।
সমগ্র পৃথিবী জুড়ে ডঃ বি.আর আম্বেদকর উনার মহান আদর্শকে ছড়িয়ে দিয়েছেন। সেই আদর্শ বর্তমান সময়েও প্রাসঙ্গিক। আম্বেদকরের দিশাকে পাথেয় করে এগিয়ে যাচ্ছে কংগ্রেস। এদিনের কর্মসূচীতে প্রচুর কংগ্রেস কর্মী- সমর্থক অংশ নেন।
Exit mobile version