আম্বেদকরের জন্ম জয়ন্তী পালন করলো ত্রিপুরা তপশীলি জাতি সমন্বয় সমিতির
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দলিত শোষণ মুক্তি মঞ্চ সারা দেশে দলিত, শোষিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামী, ভারতের সংবিধান প্রণেতা ও ভারতরত্ন ড. বি. আর. আম্বেদকরের জন্ম জয়ন্তী পালন করেছে। ১৩৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরাতেও রাজ্যজুড়ে গভীর শ্রদ্ধা ও উৎসাহের সাথে দিনটি পালিত হয়।
এই উপলক্ষে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে সোমবার সকালে আগরতলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানে সমিতির সদস্যরা উপস্থিত থেকে ড. বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করে শ্রদ্ধা জানান।