Site icon janatar kalam

আমি বিহারের মানুষকে বিশ্বাস করি,আমরা বিহারকে উন্নত করে তুলব: মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :-এই বিরোধী দলগুলি শুধু বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকেই অপমান করছে না, বরং দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির স্বপ্নকেও বিশ্বাসঘাতকতা করছে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার এক গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীব্র ভাষায় এইভাবেই আক্রমণ করলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং কংগ্রেসকে।

তিনি আরো বলেন, “সম্প্রতি বাবাসাহেবের ছবির সঙ্গে আরজেডি কী করেছে, তা সারা দেশ দেখেছে। আমি জানি, এরা কোনওদিন ক্ষমা চাইবেন না। কারণ, দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির জন্য তাঁদের কোনও শ্রদ্ধা নেই।” তিনি বলেন, “আমাদের সংবিধান বলে – ‘সবকা সাথ, সবকা বিকাশ’। আর ওরা বলে – ‘পরিবারের সাথে, পরিবারের বিকাশ’। এটা-ই ওদের রাজনীতির সারাংশ। বাবাসাহেব এমন রাজনীতির বিরুদ্ধে ছিলেন।

” কংগ্রেস ও আরজেডির শাসনকালে বিহারের অবস্থা কেমন ছিল, এদিন তাও তুলে ধরেন মোদী। তিনি বলেন, “বিহার থেকে এত পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে যাওয়ার কারণ আরজেডি ও কংগ্রেস। এই দুই দল শুধু নিজেদের পরিবারের সম্পদ বাড়িয়েছে। সাধারণ মানুষের প্রয়োজনের কথা ভাবেনি। সাধারণ মানুষ গরিবই রয়ে গিয়েছে।

” শুধু রাজনৈতিক বক্তব্যেই নয়, এদিন প্রধানমন্ত্রী মোদি সিওয়ান জেলায় একসঙ্গে ২৮টি উন্নয়ন প্রকল্পের সূচনা করেন, যার আর্থিক মূল্য ৫,৯০০ কোটিরও বেশি। এরমধ্যে রয়েছে বৈশালী-দেওরিয়া রেলপথ প্রকল্প, যার খরচ ৪০০ কোটি টাকা, এবং এই রুটে একটি নতুন ট্রেন পরিষেবাও চালু করেন তিনি।

Exit mobile version