Site icon janatar kalam

আমার দেশ আমার মাটি অভিযান বড়জলায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমার মাটি, আমার দেশ সারা ভারত জুড়ে কর্মসূচি পালন করছে বিজেপি। তারই অঙ্গ হিসেবে ১৩ সেপ্টেম্বর বড়জলা বিধানসভা কেন্দ্রের ১৩ নং বুথে পটু নগর ইন্দিরা কলোনিতে কর্মসূচি পালন করা হয়। পবিত্র মাটি সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করেন কিষান মোর্চার রাজ্য সভাপতি জওহর সাহা,কিষান মোর্চার রাজ্য সম্পাদক রতন কান্তি রায়, গোমতীর চেয়ারম্যান সমীর দাস, বড়জলা মন্ডল সভাপতি মুকুল রায়, মহিলা মোর্চা নেত্রী রিংকু দত্ত, সোনাই আচার্জী, ১৩ নং বুথ সভাপতিআসিস রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ প্রসঙ্গে জওহর সাহা জানান, রাজ্য স্তরে সমস্ত বুথ থেকে মাটি সংগ্রহ করে এমবিবি কলেজ ময়দানে মিলিত হয়ে বৃক্ষরোপণ করা হবে। তারপর এখান থেকে মাটি নিয়ে তুলে দেওয়া হবে নয়াদিল্লিতে বিজেপি রাষ্ট্রীয় সভাপতি হাতে। এভাবেই পালিত হবে আমার দেশ আমার মাটি অভিযান।

Exit mobile version