জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যজুড়ে ভোট প্রচারে ভারতীয় জনতা পার্টির মন্ত্রী-বিধায়ক সহ বিভিন্ন স্তরের কার্যকর্তারা। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জায়গায় চলে শাসক দলের বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান। ভোটারদের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের লিফলেট তুলে দিয়ে ভোট প্রার্থনা করা হয়।
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এদিন প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে ভোট প্রচার চালান বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। এদিন ২৬ নম্বর ওয়ার্ডের ৪৯ নম্বর বুথে চলে বাড়ি বাড়ি ভোট প্রচার।
মিমি মজুমদারের সঙ্গে ছিলেন বিজেপি প্রতাপগড় মণ্ডল সভাপতি চিত্ত রঞ্জন দেব সহ অন্যান্য কার্যকর্তারা।