Site icon janatar kalam

আমাদের তেরঙা, আমাদের গর্ব : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের সংবিধানের প্রতি মান্যতা দিয়ে প্রধানমন্ত্রীর আহবানে রাষ্ট্র গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে এদিন সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসী এবং রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন ,দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলছেন প্রধানমন্ত্রী ।প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে বাস্তবায়িত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Exit mobile version