Site icon
janatar kalam

আমবাসা পুর পরিষদের নতুন ভবন উদ্বোধনের প্রস্তুতি 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১০ই ফেব্রুয়ারি আমবাসা পুর পরিষদের নবনির্মত ভবন উদ্বোধন হতে চলছে। নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। শেষ পর্যায়ে কাজ পরিদর্শন করতে এসেছে ধলাই জেলার জেলা শাসক ও সমাহর্তা ডঃ সিদ্ধার্থ শিব জসওয়াল , জেলা পুলিশ সুপার অভিনাশ রাই , আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, মহকুমা শাসক সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী পুর পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করার পর আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হবে এক অনুষ্ঠান।

 

 

Exit mobile version