Site icon janatar kalam

আবারো যান দুর্ঘটনায় আহত প্রায় ৭-৮ জন শ্রমিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  পথ দুর্ঘটনা কিছুতেই থামছে না রাজ্যে। একের পর এক দুর্ঘটনা ঘটছে। ফের মঙ্গলবার সকালে যান দুর্ঘটনায় আহত কম করেও ৭-৮ জন শ্রমিক। ঘটনাটি ঘটে খোয়াই মহকুমার তুলাশিখর এলাকায়। জানা গেছে জলের ট্যাংকারে করে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। তখনই আপ উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্যাংকার।

ঘটনাটি ঘটে কুচাইবাড়ি এলাকায়। এতে চালক সহ প্রায় সকলে আহত হন। তাদের সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। জানা গেছে প্রাথমিক চিকিৎসার পরে ৪ জনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। একজন জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আঘাত গুরুতর হওয়ায় ৪ জনকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে পাঠানো হয়েছে।

 

 

Exit mobile version