জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও বিশ্বের জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন। গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং অনুসারে, ৭৬ শতাংশ রেটিং নিয়ে জনপ্রিয়তার নিরিখে প্রধানমন্ত্রী মোদী আবারও বিশ্বের শীর্ষ নেতা হয়েছেন। সেখানে তার থেকে প্রায় ১০ শতাংশ নম্বর কম পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকান রাষ্ট্রপতি আন্দ্রাস ম্যানুয়েল (৬৬শতাংশ)। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বারসেট তৃতীয় স্থানে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিভিন্ন দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার রেটিং এর ভিত্তিতে এই রেটিং গণনা করা হয়। প্রতিটি দেশে নমুনার আকার ভিন্ন।
এই রেটিংয়ে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের নাম শীর্ষ ৭-এ নেই। এর আগে সেপ্টেম্বরেও পিএম মোদীর জনপ্রিয়তা ছিল শীর্ষে। এরপরও দ্বিতীয় স্থানে ছিলেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসেট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তখন সপ্তম স্থানে। ২০২৩ সালে টানা তৃতীয় বছরের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নির্বাচিত হন প্রধানমন্ত্রী মোদী। আমেরিকান কোম্পানি দ্য মর্নিং কনসাল্ট এই সমীক্ষা চালিয়েছে।