Site icon janatar kalam

আফগান ভূমিকম্পে হতাহতের ঘটনায় মোদির শোক, মানবিক সহায়তার প্রতিশ্রুতি

জনতার কলম ওয়েবডেস্ক:- আফগানিস্তানের পূর্বাঞ্চলে সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আঘাত হানানো ৬.০ মাত্রার ভূমিকম্পে অন্তত ৮০০ জনের মৃত্যু হয়েছে এবং ২,৫০০ জনের বেশি আহত হয়েছে। এ তথ্য জানিয়েছে এপি, তালীবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদকে উদ্ধৃত করে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটি জালালাবাদ থেকে প্রায় ২৭ কিলোমিটার উত্তরে মধ্যরাতে আঘাত হানে। ভূমিকম্পের ধাক্কা কাবুল এবং পাকিস্তানের ইসলামাবাদেও অনুভূত হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর ৩০ মিনিটের মধ্যে তিন-চারটি আফটারশকও অনুভূত হয়। প্রায় ১.২ মিলিয়ন মানুষ এই ভূমিকম্প অনুভব করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে আফগানিস্তানকে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, “প্রয়োজনে ভারত সব ধরণের মানবিক সহায়তা এবং ত্রাণ পৌঁছে দিতে প্রস্তুত।”

মোদির পোস্টে বলা হয়েছে: “আফগানিস্তানে ভূমিকম্পের কারণে প্রাণহানির খবর শুনে গভীরভাবে দুঃখিত। এই কঠিন সময়ে আমাদের প্রার্থনা নিহতদের পরিবার ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। ভারত প্রয়োজনীয় সকল মানবিক সহায়তা দিতে প্রস্তুত।”

Exit mobile version