জনতার কলম ওয়েবডেস্ক :- আফগানিস্তানে আজ মঙ্গলবার ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জাতীয় ভূকম্পন কেন্দ্রের (National Centre for Seismology) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১১০ কিলোমিটার গভীরে।
এর আগে গত ১৭ অক্টোবর উত্তর আফগানিস্তানে ৫.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। গত এক মাসে এটি দেশটিতে চতুর্থ ভূমিকম্প। তবে সর্বশেষ এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
উল্লেখ্য, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ, যেখানে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী কম্পন অনুভূত হয়।

