জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হল ১লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। রাজধানীর মূল অনুষ্ঠানট অনুষ্ঠিত হয় মেলারমাঠস্থীত সিপিআইএম পার্টির সদর কার্যালয়ে। এদিন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী দলীয় পতাকা উত্তোলন করেন। পরে শহিদ বেদীতে ফুল অর্পণ করে শহিদদের শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্বরা ।
এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরোধে সুর চড়ালেন পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন তিনি বলেন ১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। সেদিন দৈনিক আটঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। তারপর থেকে গোটা দেশে শ্রমিক দিবস পালিত হয়।
বিগত সরকারের আমলে মে দিবস উপলক্ষে সরকারী ছুটি ছিল কিন্তু বর্তমান বিজেপি সরকারের তরফ থেকে শ্রমিক দিবসের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে বলে জানান। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সম্পাদক মানিক দে এবং সভাপতি শংকর প্রসাদ দত্ত।