Site icon janatar kalam

আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবসে আগরতলায় সচেতনতামূলক শোভাযাত্রা

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- “আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস-২০২৫” উপলক্ষে সোমবার আগরতলা পশ্চিম জেলার উদ্যোগে একটি সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি পশ্চিম ত্রিপুরা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল সাধারণ জনগণের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা।

এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ড. বিশাল কুমার, সহকারী জেলা শাসক অরূপ দেব, জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং অন্যান্য কর্মী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের সময়ে ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা অত্যন্ত প্রয়োজনীয়, তাই প্রশাসনের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে চালিয়ে যাওয়া হবে।

Exit mobile version