জনতার কলম ওয়েবডেস্ক :- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন নেপালের প্রাক্তন অধিনায়ক জ্ঞানেন্দ্র মাল্লা। ৩২ বছর বয়সী মাল্লা কেরিয়ারে ৩৭টি একদিবসীয় ও ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। একদিবসীয় ক্রিকেটে ৭টি হাফসেঞ্চুরিসহ ৮৭৬ রান করেন মাল্লা। ২০২২ সালে নামিবিয়ার বিপক্ষে তার ৭৫ রানের ইনিংসটি এখনও এই ফরম্যাটে তার সর্বোচ্চ স্কোর।টি-টোয়েন্টিতে ১২০.২৯ স্ট্রাইক রেটে ৮৮৩ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি করেছেন এই ফরম্যাটে। ২০১৯ সালে ভুটানের বিপক্ষে তার ১০৭ রান টি-টোয়েন্টিতে আসে নেপালের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। মাল্লা দশটি একদিবসীয় খেলায় নেপালকে নেতৃত্ব দেন, যার মধ্যে তারা ছয়টিতে জয়লাভ করে। টি-টোয়েন্টিতে তার অধীনে ১২ ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে দলটি। নেপালের ক্রিকেট ইতিহাসের কিছু স্মরণীয় মুহূর্তের অংশ ছিলেন মাল্লা। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে নেপালের ৮০ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।