Site icon janatar kalam

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ রানে জিতেছে আফগানিস্তান

জনতার কলম ওয়েবডেস্ক :- রশিদ খানের অধিনায়কত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় বিপর্যস্ত আফগানিস্তান। একবার টি-টোয়েন্টি ও ৬ বার ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া সুপার-৮ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে। ক্রিকেটের যেকোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি আফগানিস্তানের প্রথম জয়।

ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন এবং আফগানিস্তানকে ১৪৮ রানে সীমাবদ্ধ করেন। কিন্তু ক্যাঙ্গারুদের কাছ থেকে ৪ উইকেট নিয়ে জয় ছিনিয়ে নেন গুলবাদিন নায়েব। অস্ট্রেলিয়া ১২৭ রানে অলআউট হয়ে যায়।

সবকিছুই হয়েছে এই ম্যাচে। হ্যাটট্রিক হয়েছে, রানআউটের সুযোগ মিস হয়েছে, ফিল্ডাররা অসম্ভব ক্যাচ নিয়েছেন। প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত কোনো ক্রিকেট ভক্তই ম্যাচ থেকে চোখ ফেরাননি। আর ফলাফল সবাইকে অবাক করেছে।

আফগানিস্তান দল জিতে সেমিফাইনালে রয়ে গেলেও এই জয়ে অস্ট্রেলিয়ার কন্ডিশন এখন কঠিন হয়ে পড়েছে। সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি এখন অস্ট্রেলিয়ার জন্য নকআউটের মতো হয়ে গেছে।

সেমিফাইনালে উঠতে হলে মিচেল মার্শের দলকে যেকোনো মূল্যে এই ম্যাচটি জিততে হবে এবং বড় ব্যবধানে যাতে দলের নেট রান রেটও উন্নত হয়। এই ম্যাচে দল হারলে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের ওপর নির্ভর করতে হবে।

Exit mobile version