জনতার কলম ওয়েবডেস্ক :-আন্তর্জাতিক ক্রিকেটে আম্পেয়ারিং ছাড়ার কথা ঘোষণা করে দিলেন আইসিসির বর্ষসেরা আম্পেয়ারের স্বীকৃতি পাওয়া মারাইস এরাসমাস।
নিজের অবসরের কথা জানিয়ে দক্ষিণ আফ্রিকার এই আম্পেয়ার জানিয়েছেন, ‘গত বছরের অক্টোবরে আমি আম্পেয়ারিং ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। আইসিসিকে সেই কথা জানিয়েও দিয়েছি। আইসিসিকে বলে দিয়েছি, এপ্রিলে আমার চুক্তির মেয়াদ শেষ হলে আমি আর থাকতে পারছি না।’ আম্পেয়ারিং পেশাটা যে কতটা চ্যালেঞ্জিং সেই কথাও ফুটে উঠেছে এরাসমাসের মুখে।
তিনি জানান, সঠিক সিদ্ধান্ত জানানোর মুহূর্তে অনেক সময়ই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তবে কাজটা ঠিকমতো করতে পারলে আনন্দই লাগে। আন্তর্জাতিক ক্রিকেটে আম্পেয়ারিং ছেড়ে দিলেও ঘরোয়া ক্রিকেটে আম্পেয়ারিং চালিয়ে যাবেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই আম্পেয়ার।