janatar kalam

আনুষ্ঠানিক সুচনা হল শিশুদের জন্মগত হৃদরোগ সনাক্তকরণ ও চিকিৎসার লক্ষ্যে রাজ্যভিত্তিক প্রথম সনাক্তকরণ শিবির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর আরবিএসকে স্কিম চালু করেছেন। এই প্রকল্পে ১৮ বছরের কম বয়সী শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। রাজ্যে ৪৪ টি ডেডিকেটেড মোবাইল হেলথ টিম রয়েছে। অঙ্গনওয়ারী কেন্দ্রে গিয়ে শিশুদের স্কিনিং করে থাকে এই ডেডিকেটেড মোবাইল হেলথ টিম গুলি। আই জি এম হাসপাতালের নার্সিং কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

বৃহস্পতিবার আইজিএম হাসপাতালস্থিত নার্সিং কলেজের অডিটোরিয়ামে চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন্স হাসপাতালের সহযোগিতায় জন্মগত হৃদরোগের রাজ্য স্তরের স্ক্রিনিং ক্যাম্পের সুচনা হয়। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে এর সূচনা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব ব্রাক্ষ্মিত কৌর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা রাজীব দত্ত সহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান, ২০২৩-২৪ অর্থবছরে অঙ্গনওয়ারী কেন্দ্রে প্রায় ৪ লক্ষ ৫ হাজার ৫২১ জন শিশুর স্ক্রিনিং করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রাজ্যে এবং রাজ্যের বাইরে একাধিক হাসপাতালে জন্মগত হৃদরোগে আক্রান্ত রাজ্যের প্রায় ৯১ জন শিশুকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আরবিএসকে স্কিমে দেওয়া হয়েছে।

Exit mobile version