জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি ও বিএমএসের সংঘর্ষ ঘিরে উত্তেজনা ধর্মনগর শহরে। অভিযোগ, বিএমএসের গাড়ির উপর বিজেপির গুণ্ডা বাহিনী আক্রমণ করে। তা নিয়ে শুরু হয় উভয় পক্ষের মধ্যে দৌড়ঝাঁপ। পুলিশের তৎপরতায় ওইদিন পরিবেশ কিছুটা শান্ত হলেও বৃহস্পতিবার ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপির বিরুদ্ধে প্রকাশ্য মিছিল করে তাদের ওই শ্রমিক সংগঠন বিএমএস ধর্মনগর শাখা।
অভিযোগের নিশানায় বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিজেপির বিধায়ক বিশ্ববন্ধু সেন। বিশ্ববন্ধু সেনের লোকজন বিএমএসের গাড়ি ভাঙচুর সহ সংগঠনের নেতা কর্মীদের হেনস্থা করে বলে অভিযোগ করেন বিএমএস নেতৃত্ব। উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগর শহরের রেল গেইট সংলগ্ন এলাকায় উত্তেজনা শুরু হয়। এক সময় পুলিশকেও দৌড়াতে দেখা যায়। দীর্ঘদিন ধরেই শাসকদলের মধ্যে এই গোষ্ঠী কোন্দল চলে আসে। যার জেরে বুধবার ধর্মনগরের বটলসি এলাকায় উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল।
আক্রমণ ও পাল্টা আক্রমণে আহত হয়েছে বেশ কয়েকজন। বৃহস্পতিবার বিএমএসের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ডেলের ডিপো বন্ধ করে দেয়া হয়। দ্রুত এই সমস্যা সমাধান না হলে আগামীদিন ধর্মনগর সহ রাজ্যের বিভিন্ন স্থানে তেলের সংকট দেখা দিতে পারে বলে খবর। এদিন ওয়েল ট্যাঙ্কার মজুদর সংঘের যানবাহন শ্রমিকরা এই বন্ধের ডাক দিয়েছেন।