Site icon janatar kalam

আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরকে শক্তিশালী করা হবে : বিকাশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-পরিসংখ্যান দিবসে রাজধানীতে রক্তদান শিবির। শনিবার রাজধানীর রবীন্দ্র ভবনে অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের তরফে দিবসটি উদযাপন করা হয়।উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। পরিসংখ্যান দিবসে রক্তদান শিবির করা হয় মুমূর্ষু রোগীর সেবায়।এদিন রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বিভিন্ন বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমানে রাজ্যের ৪ জেলায় অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের অফিস রয়েছে। অন্য জেলাতেও নতুন করে অফিস বাড়ি তৈরি করে কর্মী নিয়োগ করা হবে। এই প্রক্রিয়া চলছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরকে শক্তিশালী করা হবে। পাশাপাশি মন্ত্রী অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরকে আরও মজবুত ও শক্তিশালী করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তথ্য সংগ্রহ করে ত্রিপুরা রাজ্যকে আরও মজবুত ও শক্তিশালী করার জন্য দপ্তরের অফিসারদের কাজ করার আহ্বান জানান। এদিকে রাজ্যে রক্তের সংকট নিরসনে পরি সংখ্যান দপ্তরের কর্মীরা আগামী দিনেও এগিয়ে আসবে বলে আশা সকলের।

Exit mobile version