Site icon janatar kalam

আধার কার্ড বানাতে গিয়ে পুলিশের জালে আটক দুই ব্যক্তি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইদানিং কিছুদিন ধরে রাজ্যে অবৈধ প্রবেশকারীদের পুলিশের হাতে ধরা পড়ার খবর সামনে এসেছে , তা সত্ত্বেও রাজ্যে অবৈধ প্রবেশকারীদের আনাগোনা জারি রয়েছে শুধু তাই নয় নকল পরিচয় পত্র বানিয়ে এই রাজ্যে ঠাঁই নিয়েছে অনেকে আবার অনেকে এই রাজ্যের মাটিতে পা রেখে বহিঃরাজ্যে পারি জমিয়েছে। এমনই একটি ঘটনা সামনে এল বৃহস্পতিবার। জানা যায় অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে ভারতীয় নথি বানাতে গিয়ে পুলিশের জালে আটক দুই ব্যক্তি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মোহনপুরের এসডিপিও বিজয় সেন জানিয়েছেন গতকাল মহকুমা শাসক কার্যালয়ের থেকে অভিযোগ করা হয়েছিল একজন বাংলাদেশী নাগরিক আধার কার্ড বানাতে গিয়ে ধরা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছিল। তদন্তে জানা গিয়েছে ওই ব্যক্তি ও তাঁর বোন অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। তাঁদের কাছে থেকে বৈধ কোনো নথিপত্র পাওয়া যায় নি এবং তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে আজ আদালতে সোর্পদ করা হবে।

Exit mobile version