জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের জেনারেল বডির সভায় গৃহীত সিদ্ধান্তে আধিপত্য পেল সভাপতির লবি। আর এতে করে আবারো কোণঠাসা সহ-সভাপতি ও সচিবের টিম। ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশ মেনে বুধবার আগরতলা এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউজে অনুষ্ঠিত হলো টিসি এর জেনারেল বডির সভা। এসোসিয়েশনের সভাপতি তপন লোধের পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের বৈঠকে অধিকাংশ পদাধিকারী সহ উপস্থিত ছিলেন জেনারেল বডির সদস্যরা। সভায় পূর্বসূচি গুলি পর্যায়ক্রমে আলোচনা শেষে গৃহীত হয় বেশ কিছু সিদ্ধান্ত। আর এখানেই যেন জয়জয়কার সভাপতির লবি। টিসি এ অনুমোদিত কিছু ক্লাব ও মহকুমা পুরনো সদস্য প্রত্যাহার করে নিয়ে নতুন সদস্য মনোনীত করেছে সম্প্রতি। এই বিষয়ে দীর্ঘ আলোচনাক্রমে সিদ্ধান্ত হয় হয় যে এক্ষেত্রে সুষ্ঠু সমাধান চেয়ে আদালতের শরণাপন্ন হবে টিসিএ। তবে বিশেষ করে এক্ষেত্রে অফিস বেয়ারার হলে, তখন আদালত যতক্ষণ চূড়ান্ত রায় না দেবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সভাপতি। ফ্লাড লাইট তদন্ত নিয়ে এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয় পুনরায় এসোসিয়েশন সুষ্ঠু তদন্তের জন্য সরকারের কাছে দাবি জানানো হবে। সরকারিভাবে তদন্তের কাজ শুরু না হওয়া পর্যন্ত ফ্লাড লাইটের সমস্ত নথিপত্র সিল করে সভাপতির কাছে রাখা হবে। জেনারেল বডির সবাই আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এদিন। তা হল এখন থেকে সভাপতি আগের অফিস রুমেই নিজের দায়িত্ব পালন করবেন। দ্বিতল ভবনে সভাপতির কক্ষে স্থায়ীভাবেই কাজ পরিচালনা করবেন সভাপতি। এছাড়াও এই দিনের সভায় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ও জাতীয় আসরের দল গঠন নিয়েও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সার্বিক এই সিদ্ধান্তগুলি, এক কথায় বলা যায় টিসিএ সভাপতির লবির জয়জয়কার। যে সিদ্ধান্তগুলি কার্যকর নিয়ে গত বেশ কিছুদিন ধরে উত্তপ্ত হয়ে উঠে রাজ্যের ক্রিকেট মহল। এসোসিয়েশনের দুই গোষ্ঠীর লড়াই এক সময় যেন রণক্ষেত্রের রূপ নিয়েছিল। যা রাজ্য ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন। শেষ পর্যন্ত দুই পক্ষ উচ্চ আদালতের শরণাপন্ন হলে, আদালতের নির্দেশে অনেকটা যেন সুস্থ পরিবেশ ফিরে আসছে রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থায়।