জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মানুষের শুধু আর্থিক উন্নতি হলেই চলে না সঙ্গে সঙ্গে তার আত্মার উন্নতিও প্রয়োজন। কেননা সমাজে অনেক পুরুষ আছে, দিনরাত্রি শুধু মদ্যপান করে পাশাপাশি তার ছেলেমেয়েরা বিপথগামী হয়ে যাচ্ছে। এই স্থান থেকে পুরুষদের ফিরিয়ে আনতে হবে তবেই মহিলাদের উন্নতি সম্ভব। বললেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। মানুষের আত্মার উন্নয়ন হলেই তার আর্থিক উন্নয়ন সম্ভব হবে।
যে সমস্ত পুরুষ বিপথগামী হয়ে যাচ্ছে তাদেরকে সঠিক দিশায় ফিরিয়ে আনতে হবে। তবেই ছেলেমেয়েদের উন্নতির পাশাপাশি তার সাংসারিক উন্নতিও ফিরে আসবে। একটি সংসারের বিকাশ ঘটাতে হলে সবার আগে সঠিক ভূমিকা নিতে হবে পরিবারের মহিলাদের। মহিলারা সঠিক লাইনে থাকলেই পুরুষদের বিপথগামীতা থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়। যে সমস্ত পুরুষরা সাংসারিক হয় তাদের উন্নতি অবধারিত।
যার ফলে সংসারের স্ত্রী পুরুষ সমান গতিতে এগিয়ে যেতে হবে। মানুষ সাধারণ গরিব হলেও নেশা বর্জন করে চলতে পারলে যে কোন সংসারের উন্নতি অভিশম্ভাবী হয়ে পড়ে। যার জন্য ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি সংসারের পুরুষ ব্যক্তিটিকেও সঠিকভাবে চলতে হবে। তবেই সংসারে শত অভাব-অনটন থাকলেও সংসারটিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। বৃহস্পতিবার তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি কি ভূমিকা নিতে হবে সেই সম্পর্কে অবহিত করেছেন সাধারণ মানুষদের।
এদিন তপাশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে তাপাশিলী জাতি সুবিধাভোগীদের মধ্যে পাম্প মেশিন, বাদ্যযন্ত্র, চর্মশিল্পী,সাফাই কর্মী ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা প্রধান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধারিকা মিনারানি সরকার সহ দপ্তরের অধিকর্তা ও অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রি সুধাংশু দাস আরো বলেন , বর্তমান রাজ্য সরকার তপশিলি জাতিদের উন্নয়নে বিশেষ করে তপশিলি জাতি অংশের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের স্টাইপেন্ডও স্কলারশিপ এর ব্যবস্থা করেছে। ছাত্র-ছাত্রীরা সঠিকভাবে এগুলো গ্রহণ করলে অনায়াসেই তাদের শিক্ষা অর্জন করতে পারে। এদিন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে তপশিলি জাতি সম্প্রদায়ের লোকদের মধ্যে।
আগামী দিনে এ ধরনের আরো অনেক কর্মসূচি রুপায়ন করা হবে বলে সাধারণ গরিব মানুষদের আশ্বস্ত করেছেন সুধাংশু দাস।