Site icon janatar kalam

আট ঘণ্টা কাজ ও বেতন বৃদ্ধির দাবিতে সরব বিদ্যুৎ নিগমের কর্মীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কাজ করা হচ্ছে বেশি সময়। বেতন দেওয়া হচ্ছে না সময়মতো। যা দিচ্ছে তাও কম। এমনই অভিযোগ এনে সরব ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের অধীন ভিশন নামক সংস্থার কর্মীরা। এই কর্মীরা গ্রাহকদের পরিষেবা দিয়ে থাকেন প্রতিনিয়ত।

বিদ্যুৎ সমস্যা নিয়ে গ্রাহকরা ১৯১২ নম্বরে অভিযোগ জানালে ভিশন নামক সংস্থার এই কর্মীরা ছুটে গিয়ে সমস্যা সারাই করে থাকেন। মঙ্গলবার এই কর্মীরা ক্ষোভ জানান। তাদের অভিযোগ আট ঘণ্টার পরিবর্তে তাদের দিয়ে ১২ ঘণ্টা কাজ করানো হচ্ছে। বেতনও মিলছে কম। তাই আট ঘণ্টা কাজ ও বেতন বৃদ্ধির দাবিতে এদিন তারা ডেপুটেশন দেন রাজধানীর ভুতুরিয়া বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ে এম ডির কাছে।

 

 

Exit mobile version