Site icon janatar kalam

আজ বিজয়ীদের অভিনন্দন জানানোর দিন, নিজের হারের পর এমনটাই জানালেন স্মৃতি ইরানি 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তরপ্রদেশ থেকে লোকসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় জনতা পার্টি। হাইপ্রোফাইল আমেঠি লোকসভা আসন থেকে পরাজয়ের মুখে পড়েছেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মার কাছে পরাজিত হয়েছেন স্মৃতি ইরানি।

এদিকে আমেঠি থেকে হারের পর স্মৃতি ইরানির প্রথম প্রতিক্রিয়া প্রকাশ্যে এসেছে। স্মৃতি ইরানি বলেন, ‘আমি মনে করি আজ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন, যারা জিতেছে তাদের অভিনন্দন জানানোর দিন।

ইরানি আরও বলেন, ‘সংগঠনের প্রকৃতি বিশ্লেষণ করা এবং সংগঠন বিশ্লেষণ করবে। জনপ্রতিনিধি হিসেবে এটা আমার সৌভাগ্য যে আমি প্রতিটি গ্রামে গিয়ে কাজ করেছি। জয়-পরাজয় যাই হোক না কেন, আমি মানুষের সাথে যুক্ত হয়েছি এবং এটি আমার জীবনের একটি বড় সুযোগ।

Exit mobile version