Site icon janatar kalam

আজ নীতি আয়োগে শীর্ষ অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী মোদি

জনতার কলম ওয়েবডেস্ক :- নয়াদিল্লির নীতি আয়োগে আজ শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন বড় অর্থনৈতিক সিদ্ধান্ত ও কেন্দ্রীয় বাজেট প্রণয়নের আগে সরকারের ধারাবাহিক পরামর্শ প্রক্রিয়ার অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। আলোচনায় দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ অগ্রাধিকার, বাজেট সংক্রান্ত বিভিন্ন দিক এবং সম্ভাব্য সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে বিশদ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী অর্থনীতিবিদদের কাছ থেকে আসন্ন কেন্দ্রীয় বাজেট নিয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত শুনবেন। পাশাপাশি, অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার নিয়েও আলোচনা হতে পারে।

বৈঠকে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটও গুরুত্ব পাবে। অর্থনীতিবিদরা প্রবৃদ্ধির সম্ভাবনা, রাজকোষীয় ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন বজায় রাখতে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নিয়ে তাঁদের মূল্যায়ন তুলে ধরতে পারেন।

উল্লেখ্য, বাজেটের আগে অর্থনীতিবিদ ও শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে এ ধরনের পরামর্শ বৈঠক সরকারের নিয়মিত প্রথা। নীতি আয়োগে অনুষ্ঠিত এই বৈঠক আগামী দিনের অর্থনৈতিক পরিকল্পনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে।

Exit mobile version