Site icon janatar kalam

আজ থেকে পথচলা শুরু ফিস ট্রানসিপমেন্ট ইয়ার্ড এর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আগরতলা শহরকে যানজট মুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে মাছ বোঝাই গাড়িগুলিকে একটি সঠিক ব্যবস্থাপনায় নিয়ে আসার লক্ষ্যে নাগিছড়ায় গড়ে তোলা হয়েছে ফিস ট্রানসিপমেন্ট ইয়ার্ড। দেবীপক্ষের শুভ সূচনার এই পুণ্যলগ্নে ফিস ট্রানসিপমেন্ট ইয়ার্ড আজ থেকে পথচলা শুরু হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের সম্মানিত কর্পোরেটরগণ , এডিশনাল কমিশনার মোহাম্মদ সাজ্জাদ। মলানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ,উপপ্রধান সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ।

 

 

 

Exit mobile version