জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগম বিভিন্ন ওয়ার্ডকে নতুনভাবে সাজিয়ে তুলতে বদ্ধপরিকর পুর নিগম বর্তমান বোর্ড। নিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের একাংশ নাগরিক প্রতিনিয়তই নানান সমস্যায় জর্জরিত। তাই নাগরিকদের সমস্যা গুলির স্থায়ী সমাধানের জন্য প্রায় প্রতিদিনই পুর নিগমের মেয়র দীপক মজুমদার একের পর এক ওয়ার্ড পরিদর্শন করছেন। বুধবার তিনি পরিদর্শন করলেন পুর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যাত্রাবাড়ী, মরিয়ম নগর এলাকা। এই এলাকার নাগরিকদের দীর্ঘদিনের অন্যতম সমস্যা হল রাস্তা ও ড্রেইন। এদিন মেয়র সাহেব স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, কর্পোরেটর উত্তম ঘোষকে সাথে নিয়ে নাগরিকদের বিভিন্ন সমস্যার সরজমিনে খতিয়ে দেখেন। এলাকা পরিদর্শনকালে মেয়র কথা বলেন স্থানীয় নাগরিকদের সাথেও। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, আগের সরকার দল এবং পার্টি অফিসের স্বার্থে কাজ করতো। ছিল আন্তরিকতার অভাব। কিন্তু বর্তমান সরকার মানুষের স্বার্থে কাজ করে। এর ফলেই গড়ে উঠছে নতুন নতুন সুবিধা, নতুন রূপে সেজে উঠছে শহর আগরতলা।
শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে, বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং নতুন পরিকাঠামো তৈরিতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে আগরতলা পুর নিগম। যা সবটাই সম্ভব হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা মহোদয়ের উদার মানসিকতার ফলে। তিনি জানান আগরতলা পুর নিগমের ৯ নং ওয়ার্ড পরিদর্শনে করে সেখানে রাস্তাঘাট, ড্রেন, সহ বিভিন্ন সমস্যা পরিলক্ষিত করতে পারি। অতিসত্বর এই সমস্যাগুলি সমাধানের জন্য পুর নিগমের ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেন এবং কিছুদিনের মধ্যেই এ সমস্যা সমাধানের জন্য কাজ শুরু হবে বলে জানান মেয়র দীপক মজুমদার।