Site icon janatar kalam

আগামী ৫ বছরে ১ কোটি যুবকের চাকরির ঘোষণা নীতিশ কুমারের

জনতার কলম ওয়েবডেস্ক :-  বিহার বিধানসভা নির্বাচনের গরম আবহে মঙ্গলবার মুজফ্ফরপুরে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি তাঁর সরকারের ২০ বছরের সুশাসন এবং রাজ্যের উন্নয়নমূলক কাজ ও ভবিষ্যৎ কর্মসংস্থানের লক্ষ্য তুলে ধরে বড় ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকারের সময়ে মোট ৫০ লাখ যুবক-যুবতীকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে আমরা আরও ১ কোটি যুবক-যুবতীকে চাকরি দেব।” নীতিশ কুমার তাঁর সরকারের ২০ বছরের কর্মকাণ্ডের তুলনা করেছেন অতীত সরকারের সঙ্গে। তিনি বলেন, “আমরা যেই সময় দায়িত্ব নিয়েছিলাম, তখন মানুষ সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোতেও ভয় পেত। সমাজে ছিল ভীতি ও সংঘাত। শিক্ষার অবস্থা খারাপ ছিল, রাস্তাও খুব কম ছিল এবং বিদ্যুৎ অনেক ঘরে পৌঁছায়নি। আমাদের সরকার সব পক্ষের জন্য কাজ করেছে। এখন রাজ্যে ভয় নেই, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।”

এদিন তিনি আরও জানান, জনতা দল (যুক্ত), যা এনডিএ জোটের অংশ, ইতিমধ্যেই ১০১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। দলের প্রথম তালিকায় ৫৭ প্রার্থীর নাম ঘোষণা করা হয়, এবং পরে দ্বিতীয় ও চূড়ান্ত তালিকায় ৪৪ প্রার্থীর নাম প্রকাশ করা হয়।

মুখ্যমন্ত্রীর বক্তব্যে রাজ্যের উন্নয়ন, নিরাপত্তা ও যুব কর্মসংস্থানকে কেন্দ্র করে ভোটারদের প্রতি আস্থা বৃদ্ধি করার স্পষ্ট ইঙ্গিত রয়েছে।

Exit mobile version