Site icon janatar kalam

আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট নেওয়ার জন্যে তৈরী হচ্ছে ভোট কর্মীরা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ভোট গ্রহণ।সকাল সাতটা থেকে শুরু হবে ভোট গ্রহণ। লোকসভার পশ্চিম আসন ও বিধানসভার উপভোটের সরব প্রচার শেষ হল বুধবার। এদিন লড়াইয়ের ময়দানে থাকা রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার চালান নিজেদের মতো করে। বিকেল ৫ টা পর্যন্ত চলে সরব প্রচার।পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী ৯ জন।

রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে লড়াইয়ে রয়েছেন ২ জন প্রার্থী। পশ্চিমে মোট ভোটার ১৪ লাখ ৬১ হাজার ৮৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৩৩ হাজার ৬৪৫ জন। আর মহিলা ভোটার ৭ লাখ ২৮ হাজার ৩১৫ জন। ট্রান্সজেন্ডার রয়েছেন ৫৮ জন।পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট কেন্দ্র রয়েছে ৭৯৩ টি। অন্যদিকে রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে ভোটার রয়েছেন প্রায় ৪৫ হাজার ৬৬৯ জন।

পুরুষ ভোটার ২২০৪০ ও মহিলা ভোটার ২৩,৬২৯ জন।পশ্চিম আসন ও রামনগর উপভোটের ভোট কর্মীরা বৃহস্পতিবার ভোট সামগ্রী নিয়ে নিরাপত্তা কর্মী সহ স্ব-স্ব কেন্দ্রে যাবেন। অনেক কেন্দ্রে মহিলা ভোট কর্মীও থাকবেন ভোটের কাজে। উল্লেখ্য লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট নেওয়া হবে ১৯ এপ্রিল।

 

 

Exit mobile version