জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সরব প্রচারের শেষ দিনে আগরতলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ এপ্রিল দুপুরে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে ঐতিহাসিক সমাবেশে রাজ্যবাসির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বুধবার ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ বিজেপি মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী।
তিনি জানান, সমাবেশকে ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য গঠন করা হয়েছে বিভিন্ন কমিটি। ইতিমধ্যে সেই কমিটি গুলি কাজ শুরু করে দিয়েছে। মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী ত্রিপুরার প্রতি যে হাত প্রসারিত করে রেখেছেন এর ফলশ্রুতিতে ৬ বছরে বিজেপি সরকার ত্রিপুরাকে সার্বিকভাবে উন্নয়নের নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবার ত্রিপুরায় এসেছেন উনার দেওয়া প্রতিশ্রুতি প্রত্যেকটি অক্ষরে অক্ষরে পালন করেছেন। ত্রিপুরাকে হীরা মডেল দিয়েছেন।
মুখপাত্র বলেন, নরেন্দ্র মোদী হলেন গ্যারান্টিরও গ্যারান্টার। পাশাপাশি এদিন তিনি আরও জানান, ১৫ এপ্রিল রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও তা এখনও কনফার্ম হয়নি। তবের অমিত শাহ এলে কুমারঘাটের পূর্ত দপ্তরের মাঠে জনসভায় ভাষণ দেবেন।