Site icon janatar kalam

আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু করার চেষ্টা করা হচ্ছে : পর্ষদ সভাপতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৫ সালের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে করার চেষ্টা চলছে। মঙ্গলবার একথা জানান পর্ষদ সভাপতি। সঙ্গে ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সচিবও। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের ২০২৫ সালের পরীক্ষার্থীদের প্র্যাক্টিকেল শুরু হবে এবছরের নভেম্বরের ১৫ তারিখ।

শেষ হবে ৫ ডিসেম্বর। মঙ্গলবার সাংবাদিকদের একথা জানান পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী। তিনি জানান, আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিছুটা এগিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে পরীক্ষা শুরু করার চেষ্টা করা হচ্ছে সি বি এস ই-র সঙ্গে তাল মিলিয়ে।

পর্ষদ সভাপতি আরও জানান, আগে একেক রাজ্যের বোর্ড একেক রকম প্রশ্ন করতো। কিন্তু এখন জাতীয় শিক্ষা নীতি-২০২০ অনুযায়ী চেষ্টা চলছে সারা দেশে ইউনিফর্ম প্যাটার্ন প্রতিক্ষেত্রে যাতে প্রতিষ্ঠা করা যায়। কিছুদিন আগে রাজ্য থেকে বোর্ডের একজন আধিকারিকের নেতৃত্বে চারজন শিক্ষক দিল্লিতে কর্মশালায় গেছেন। এখন চেষ্টা চলছে রাজ্যেও এমন একটি কর্মশালা করার।

 

 

Exit mobile version