Site icon janatar kalam

আগামী এপ্রিল মাসে মুখোমুখী হতে পারেন মোদী ও ইউনুস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারত-বাংলাদেশের সম্পর্কে আমূল পরিবর্তন হয়েছে। হাসিনার প্রত্যর্পণ, হিন্দু নির্যাতন-সহ একাধিক ইস্যুতে দুদেশের মধ্যে চাপানউতোর বাড়ছে। মহম্মদ ইউনুসের সরকার এখন ‘পাকিস্তান প্রীতি’তে মজে। আর অন্যদিকে, দিল্লিকে নিয়ে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন ইউনুসের উপদেষ্টারা।

এই পরিস্থিতিতে আগামী এপ্রিল মাসে মুখোমুখী হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা। কী জানাল বিদেশমন্ত্রক? জানা গিয়েছে, আগামী এপ্রিল মাসের ২ থেকে ৪ তারিখ থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে মোদির। যাওয়ার কথা রয়েছে ইউনুসেরও। ফলে জল্পনা শুরু হয়েছে।

যে, এই আন্তর্জাতিক সামিটের ফাঁকেই কী আলাদা করে বৈঠকে বসবেন দু’জনে? আজ শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নই করা হয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। উত্তরে তিনি বলেন, “আপাতত এই বিষয়ে বলার মতো আমার কাছে কোনও তথ্য নেই।

” গত বছরের ৫ আগস্ট পতন হয় হাসিনার। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন মহম্মদ ইউনুস। আট মাস হয়ে গেলেও এখনও তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়নি নমোর। গত সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দিয়েছিলেন মোদি। সেখানে গিয়েছিলেন ইউনুসও।

Exit mobile version