Site icon janatar kalam

আগরতলা রেলস্টেশনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আগরতলার বাধারঘাট রেল স্টেশনে পার্সেল কাউন্টারের সামনে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদেহটি প্রায় চার ঘণ্টা ধরে সেখানে পড়ে ছিল।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যকরী পদক্ষেপ নেওয়া না হয়ে কেবল সময়ক্ষেপণ করছে। কর্তৃপক্ষ এখনও মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি এবং পুলিশ মামলার তদন্ত শুরু করেছে।

রেল স্টেশন এলাকা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে। পুলিশ জনগণকে আশ্বস্ত করেছে, তদন্তের মাধ্যমে দ্রুততার সঙ্গে ঘটনার পরিস্কার তথ্য জানা যাবে।

Exit mobile version