Site icon janatar kalam

আগরতলা পৌর নিগমের অ্যাকাউন্ট থেকে জাল চেকে ১৬.৩৮ কোটি টাকা উধাও, তদন্তে পুলিশ

জনতার কলম ওয়েবডেস্ক :- ত্রিপুরায় বড়সড় আর্থিক জালিয়াতির ঘটনা সামনে এসেছে। আগরতলা পৌর নিগমের (AMC) ব্যাংক অ্যাকাউন্ট থেকে জাল চেক ব্যবহার করে মোট ১৬.৩৮ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এ ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ত্রিপুরা পুলিশ।

ব্যাংক সূত্রে জানা গেছে, ইউকো ব্যাংকের জোনাল ম্যানেজার সঞ্জীব রায় পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে মোট ছয়টি জাল চেক ব্যবহার করে টাকা তুলে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হায়দরাবাদ থেকে একদল প্রতারক এই জালিয়াতির সঙ্গে যুক্ত। তারা একজন প্রাক্তন পৌরকর্মকর্তার স্বাক্ষর নকল করে চেক জমা দেয়। তবে আসল চেকগুলো এখনও পৌর নিগমের কাছে অক্ষত অবস্থায় রয়েছে। পুলিশ ইতিমধ্যেই কামান চৌমুহানি শাখার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে।

AMC–এর এক কর্মকর্তা জানিয়েছেন, নিগমের পক্ষ থেকে ইউকো ব্যাংককে পুরো অর্থ ফেরত দেওয়ার অনুরোধ করা হয়েছিল। ব্যাংক কর্তৃপক্ষও ১৬.৩৮ কোটি টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে। আগেও একই ধরনের প্রতারণার ঘটনায় ব্যাংক অর্থ ফেরত দিয়েছিল বলে জানান তিনি।

এদিকে, ত্রিপুরার ডিরেক্টর জেনারেল অব পুলিশ (DGP) অনুরাগ জানিয়েছেন, ২০২১ সাল থেকে এ পর্যন্ত রাজ্যে সাইবার ও আর্থিক প্রতারণায় মোট ৪৬.৯৬ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৫.২ কোটি টাকা ফ্রিজ করা সম্ভব হয়েছে এবং ৩৪ লাখ টাকা ইতিমধ্যেই ভুক্তভোগীদের ফেরত দেওয়া হয়েছে। বাকি অর্থ যাচাইয়ের পর আগামী তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। তদন্তে আরও জানা গেছে, সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ২০ হাজারের বেশি ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।

Exit mobile version