Site icon janatar kalam

আগরতলায় চৈত্র সেল মঙ্গলবার থেকে শুরু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ১লা এপ্রিল থেকে শুরু হতে চলছে চৈত্র মেলা। গোটা আগরতলা শহরকে জিম্মি রেখে এবারও শকুন্তলা রোড এবং ওরিয়েন্ট চৌমুনি এলাকায় বসছে এই মেলা। শনিবার আগরতলা পুর নিগমের তরফ থেকে ব্যবসায়ীদের জন্য জায়গা চিহ্নিত করে দেয়া হয়। এক তারিখ থেকে শুরু হওয়া চৈত্র মেলা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

এদিন ব্যবসায়ীদের বসার স্থান মার্কিং করে দেয়া হয়। পুর নিগম আগেই মেলায় অংশ গ্রহণ করার জন্য ব্যবসায়ীদের মধ্যে ফরম বিলি করে। সেই ফর্মের নাম্বার অনুযায়ী ব্যবসায়ীদের জায়গা দেয়া হয়। জনৈক পুর নিগমের কর্মী জানান শুরুন্তলা রোডে ৪২১ টা ভিট করা হয়েছে।

ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় করা হয়েছে একশটি ভিট। আর শিশু উদ্যানের পুকুর পার থাকছে ১৫০টি ভিট। উল্লেখ্য প্রতি বছর শকুন্তলা রোড এবং ওরিয়েন্ট চৌমুনির চৈত্র মেলাকে ঘিরে আগরতলা শহর যানজটে রীতিমতো হাঁপরে উঠে।

গোটা শহরেই থাকে ভিড়ে ঠাসা। পুর নিগম এই মেলাকে অন্যত্র সরিয়ে নিতে পারলেও রহস্যজনক কারনে কোন বিকল্প উদ্যোগ নেয়া হচ্ছে না। দাবি উঠছে এই চৈত্র মেলাকে শিশু উদ্যান কিংবা আস্তাবল ময়দানে নিয়ে যাওয়ার।

Exit mobile version