Site icon janatar kalam

আগরতলায় চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে ফেরত দিল পুলিশ, সাধারন মানুষে খুশি

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- শহর আগরতলায় চুরি-ছিনতাইয়ের সংখ্যা বাড়লেও পুলিশ নির্বিকার থাকছে না। নিয়মিত অভিযান ও তদন্তের ফলে পুলিশের সাফল্যও সামনে আসছে। সোমবার পূর্ব ও পশ্চিম আগরতলা থানার পুলিশ আদালতের নির্দেশে চুরি হওয়া বিভিন্ন সামগ্রী প্রকৃত মালিকদের হাতে তুলে দেয়। এতে স্বাভাবিকভাবেই খুশি তাদের পরিবার।

পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, চুরি হওয়া একটি মোটর সাইকেল এবং ইলেকট্রিক টমটম উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পূর্ব আগরতলা থানার পুলিশ চুরি যাওয়া স্বর্ণালংকার, ল্যাপটপ ও ব্যাটারি উদ্ধার করে ফেরত দিয়েছে।

এদিন এসব সামগ্রী প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এডিশনাল এসপি ধ্রুব নাথ বিস্তারিত তথ্য তুলে ধরেন। স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে প্রশংসা করছেন এবং বলছেন, “এ ধরনের কাজ সাধারণ মানুষে বিশ্বাস ও নিরাপত্তার বোধ আরও জোরদার করবে।”

 

 

Exit mobile version