Site icon janatar kalam

“আইপিএফটির শক্তি ফিরেছে, গণতান্ত্রিক লড়াই অব্যাহত: শুক্লাচরণ নোয়াতিয়া

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-এডিসি দিবস উপলক্ষে আগরতলায় অনুষ্ঠিত জনসমাবেশে আইপিএফটি দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, দল পুনরায় শক্তিশালীভাবে ফিরে এসেছে। মন্ত্রী বলেন, “২০০৯ সালে স্বর্গীয় এন.সি. দেববর্মার নেতৃত্বে যাত্রা শুরু হয়েছিল। দলের মূল দাবি—স্বশাসিত জেলাকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া—আজও অটুট। গণতান্ত্রিক পথে আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, পূর্বতন বামফ্রন্ট সরকার বারবার দলকে দুর্বল করার চেষ্টা করেছে। ২০১৬ সালে আগরতলায় জনসমাবেশে বাধা দেওয়া হয়েছিল এবং সিপিএম ক্যাডাররা কর্মীদের ওপর আক্রমণ চালিয়েছিল। কিন্তু ২০২৫ সালে পুনরায় জনসমাবেশ আয়োজন প্রমাণ করছে, আইপিএফটি ফিরে এসেছে।

আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং সাংবাদিকদের জানান, ১৯৮৪ সালের ২৩ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংবিধান সংশোধনের মাধ্যমে ষষ্ঠ তপশিলি জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় বিশেষ আইন প্রণয়ন করেন। সেই ভিত্তিতে গঠিত হয় টিটিএডিসি। ২০০৮ সাল থেকে ২৩ আগস্টকে এডিসি দিবস হিসেবে পালন করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আগামী দিনে দল জেলা ও উপজেলায় প্রচারসভা এবং সাংবিধানিক দাবির প্রচার চালাবে। কেন্দ্রের কাছে পৃথক রাজ্য গঠনের দাবিকে আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।

Exit mobile version