Site icon janatar kalam

আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে অনুষ্কা ঠোকুরের দ্বিতীয় স্বর্ণ, পদক তালিকায় শীর্ষে ভারত

জনতার কলম ওয়েবডেস্ক :- শুটিংয়ে আজ আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে স্বর্ণপদক জিতলেন ভারতের অনুষ্কা ঠোকুর। দিল্লির ডঃ কর্ণি সিং রেঞ্জে অনুষ্ঠিত মহিলা ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশন ইভেন্টে তিনি এই সাফল্য অর্জন করেন।

এটি প্রতিযোগিতায় অনুষ্কার দ্বিতীয় স্বর্ণপদক। এর আগে তিনি ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টেও সোনা জিতেছিলেন।

জুনিয়র পুরুষদের ৫০ মিটার থ্রি-পজিশন ইভেন্টে ভারতের আদ্রিয়ান করমকার রৌপ্য পদক জয় করেছেন। মোট পদক তালিকায় বর্তমানে ভারত শীর্ষে রয়েছে — ৪টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক নিয়ে।

 

 

Exit mobile version