Site icon janatar kalam

আইএমএফ ছেড়ে ফের হার্ভার্ডেই যাচ্ছেন গীতা

জনতার কলম ওয়েবডেস্ক :- অধ্যাপনার জগত থেকে এসে আন্তর্জাতিক অর্থভান্ডারে (আইএমএফ) যোগ দিয়েছিলেন। প্রায় সাত বছর পরে আইএমএফ ছেড়ে আবার অধ্যাপনায় ফিরছেন গীতা গোপীনাথ। এক্স-এ নিজেই জানিয়েছেন, ১ সেপ্টেম্বর ফের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ শুরু করবেন। ২০১৯-এর জানুয়ারিতে আইএমএফের মুখ্য অর্থনীতিবিদ হওয়ার আগে সেখানেই আন্তর্জাতিক শিক্ষা এবং অর্থনীতি পড়াতেন। তার আগে ছিলেন শিকাগোর বুথ স্কুল অব বিজনেসের অর্থনীতির সহকারী অধ্যাপক।

রঘুরাম রাজনের পরে গীতাই আইএমএফের মুখ্য অর্থনীতিবিদ পদে নিযুক্ত প্রথম ব্যক্তি, যাঁর শিকড় ভারতে। সেই সঙ্গে ইতিহাস গড়েছেন প্রতিষ্ঠানটির প্রথম মহিলা মুখ্য অর্থনীতিবিদ হয়েও। পরে হন ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। জন্ম এবং স্কুলের পড়াশোনা কলকাতায়। উচ্চশিক্ষা যথাক্রমে দিল্লি ও আমেরিকায়। এক সময় কেরলের পিনারাই বিজয়ন | সরকারের আর্থিক উপদেষ্টা থাকা গীতা লিখেছেন, “আইএমএফে প্রায় ৭টি দুর্দান্ত বছর কাটানোর পরে আমি পড়াশোনার জগতেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।… পরের প্রজন্মের অর্থনীতিবিদদের প্রশিক্ষণ দেব।” ওই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে তাঁর বার্তা, এমন কাজ করার সুযোগ জীবনে একবারই পাওয়া যায়।

বস্তুত, আইএমএফে একের পর এক ঝড় সামলাতে হয়েছে গীতাকে। প্রতিষ্ঠানের এমডি ক্রিস্টালিনা জর্জিয়েভার মন্তব্য, “অসাধারণ সহকর্মী।… দুর্দান্ত পরিচালক। কোভিড থেকে যুদ্ধ, জীবনযাপনের খরচ বৃদ্ধির সঙ্কট এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় বিরাট বদলের মতো কঠিন পর্বে সম্ভ্রম আদায় করেছেন দক্ষ বিশ্লেষণের পাশাপাশি বাস্তবসম্মত নীতি গ্রহণের পরামর্শ দিয়ে।”

Exit mobile version