জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অস্ত্রের মুখে বাড়ির লোকদের হাত পা বেঁধে নগদ আড়াই লক্ষ টাকা ও পাঁচ ভরি স্বর্ণ ডাকাতি করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। প্রথমে ডাকাতের দল বাড়ির মূল গেটের তালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে। পরে বাড়ির মালিক আব্দুল আলীমের ছেলে মনির হোসেনের ঘরে প্রবেশ করে তার হাত-পা বেঁধে অস্ত্র ধরে সমস্ত জিনিসপত্র লুটপাট করে ।এরপরেই আব্দুল আলীমের ছেলেকে দিয়ে দরজা খুলে ঘুম থেকে ওঠিয়ে হাতপা- মুখ বেঁধে ঘরের সমস্ত স্বর্ণালংকার নগদ অর্থ নিয়ে চম্পট দেয় ডাকাত দল।রোমহর্ষক এই ঘটনাটি ঘটে কলমচৌড়া থানাধীন মানিক্যনগর পূর্বপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায়।আব্দুল আলীম জানায় প্রায় ১০-১২ জনের ডাকাত দলের মধ্যে কালো কাপড়ে মুখ বাধা ছিল একজনের ।ধারণা করা হচ্ছে কালো কাপড়ে মুখ বাঁধা দুইজন ছিল স্থানীয় । বাকিরা অন্যত্র থেকে একটি সাধারণের অল্টো গাড়ি নিয়ে এসেছিল। এ নিয়ে পুলিশ একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা যায় । প্রসঙ্গত এই এলাকায় এর আগেও এ ধরনের ডাকাতি সংঘটিত হয়েছে ।