Site icon janatar kalam

অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে মনিপুর পুলিশ

জনতার কলম ওয়েবডেস্ক :- মণিপুর পুলিশ বৃহস্পতিবার মণিপুরের বিষ্ণুপুর জেলা থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে, পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে। গ্রেপ্তার হওয়া চার ব্যক্তি হলেন সালাম রামেশ্বর সিং, টংব্রাম জ্ঞানজিৎ সিং, পুখরেম এনগোচা সিং এবং থোকচম টেম্বা।

গ্রেপ্তারের পাশাপাশি, কর্তৃপক্ষ তিনটি এসএলআর রাইফেল এবং চারটি খালি ম্যাগাজিন সহ উল্লেখযোগ্য পরিমাণ আইটেম জব্দ করেছে। এছাড়াও, তারা বিশটি লাইভ রাউন্ড, সাতটি মোবাইল ফোন, একটি বাওফেং ওয়াকি টকি সেট এবং দুটি গাড়ি, ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে।

পুলিশ অভিযুক্তকে মঙ্গলবার আইভি রোড, মইরাং থোয়া থেকে বিষ্ণুপুর জেলার ত্রংলাওবি পর্যন্ত গ্রেপ্তার করেছে।

Exit mobile version