Site icon janatar kalam

অসমের ডিব্রুগড় জেলায় সন্ধান পাওয়া গেলো হাইড্রোকার্বন জানালেন হিমন্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- অসমের ডিব্রুগড় জেলায় হাইড্রোকার্বনের সন্ধান পাওয়া গিয়েছে, জানালেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজ এক্স-এ তিনি লেখেন, ‘অয়েল ইন্ডিয়া নামরূপ বোরহাট-১ কূপে হাইড্রোকার্বনের খোঁজ পেয়েছে। এই কূপে অসম সরকারেরও অংশীদারি আছে। এটি শক্তি, নিরাপত্তা এবং আর্থিক স্থিতিশীলতার নিরিখে বড় অগ্রগতি’।

হিমন্তের দাবি, এই প্রথম কোনও রাজ্যের সরকার সরাসরি খনিজ তেল উৎপাদনের সঙ্গে যুক্ত দেশে হল। এতে রাজ্যের রাজস্ব বাড়বে। হাইড্রোকার্বন বিক্রি থেকে রাজ্যের প্রাপ্য অর্থও (রয়‍্যালটি) আয় বাড়াবে। আত্মনির্ভর হবে অসম। জ্বালানির সরবরাহ সুনিশ্চিত হবে।

উৎপাদন হাইড্রোকার্বনের অসমের অর্থনীতিতে নতুন গতি আনবে বলে আশা বিশেষজ্ঞদেরও। তাঁদের মতে, এই আবিষ্কার উত্তর-পূর্ব ভারতের জ্বালানি ক্ষেত্রেও বড় পরিবর্তন আনতে পারে। অয়েল ইন্ডিয়া সূত্রের খবর, খনন ও মূল্যায়নের কাজ চলছে। দ্রুত এই কূপ থেকে উৎপাদন শুরু হবে।

Exit mobile version