জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়টি রাজ্য সরকারের পরিকল্পনায় রয়েছে। বিষয়টি বিবেচনা করছে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় বিধায়ক গোপালচন্দ্র রায় আনিত এক প্রশ্নের উত্তরে এই সংবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী।এদিন সংশ্লিষ্ট প্রশ্নের পরিপ্রেক্ষিতে বিধায়ক সুদীপ রায় বর্মনের উত্থাপিত এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান , কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ কমিয়ে আনার চেষ্টা করছে রাজ্য সরকার।
অষ্টম পে কমিশন গঠন করার বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণোজিৎ সিংহ রায়। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়ক গোপালচন্দ্র রায় আনিত এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান অর্থমন্ত্রী।
সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে অতিরিক্ত এক প্রশ্ন উত্থাপন করে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় জানান এখন পর্যন্ত একমাত্র ১৯৮৮ সালেই কংগ্রেস টিইউজেএস জোট সরকার তৃতীয় বেতন কমিশন কার্যকরী করেছে ।আর কোন সরকার করেনি। তিনি আরো জানান, রাজ্যে দ্রব্য মূল্য বৃদ্ধির উর্ধ্বগতি চলছেই। সংশ্লিষ্ট বিষয়ের দেশের মধ্যে নজির সৃষ্টি করেছে রাজ্য ।এই সময় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিধায়ক গোপালচন্দ্র রায় কে কথা বন্ধ করার জন্য একাধিকবার অনুরোধ জানান।
এতে এক সময়ে বিরক্ত হয়ে বিধায়ক গোপালচন্দ্র রায় কে অধ্যক্ষের উদ্দেশ্যে বলতে শোনা যায়, স্যার, আপনি কর্মচারীদের সর্বনাশ করবেন না। এদিন অপর কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন দাবি জানান কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ষোড়শ অর্থ কমিশনের রিপোর্ট দাখিলের আগেই প্রদান করতে হবে। অন্যথায় রাজ্যে সরকারি কর্মচারীরা অর্থনীতি কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।