জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অষ্টম প্রতিষ্ঠা দিবস পালন করলো বুধবার ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনসনারস সংঘ। রাজধানীর গান্ধীঘাট স্থিত সংঘের অফিস ঘরে দিনটি উদযাপন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন আলোচনা সভা হয। এদিন বেস্ট মহকুমা হিসাবে পশ্চিম ত্রিপুরা জেলাকে সত্যেন্দ্র কুমার দে স্মৃতি পুরস্কার হিসেবে ট্রফি এবং ২০০০ টাকা পুরষ্কার দেওয়া হয়।
এছাড়া মালতি নাহা মেমোরিয়াল স্মৃতি পুরস্কার দেওয়া হয় বেস্ট লিডার অফ দা ইয়ার হিসেবে প্রাক্তন হেডমাস্টার বিমল চন্দ্র সেনকে। দুটি পুরস্কার তুলে দেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনসনারস সংঘের কাজের প্রশংসা করেন। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ছাড়াও সংগঠনের সভাপতি রঞ্জিত দে, সম্পাদক পৃথ্বীশ আচার্য সহ অন্যান্যরা।