জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সর্বভারতীয় কংগ্রেস দলের ওয়ার্কিং কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে নিযুক্তি পেলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। রবিবার সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খারগে ৪৫ জনের জাম্বো কমিটির নামের তালিকায় সিলমোহর দিয়েছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মূল কমিটিতে স্থান পেয়েছে দীপা দাস মুন্সি, অধীর চৌধুরী। ত্রিপুরা থেকে আমন্ত্রিত সদস্য হিসেবে একমাত্র সুদীপ রায় বর্মনের নাম স্থান করে নিয়েছে। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে শ্রী রায় বর্মনকে দলীয় কর্মী সমর্থকরা সংবর্ধনা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন, সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। বলেন আগামী দিনে কংগ্রেসকে ত্রিপুরায় অন্যরূপে দেখা যাবে। সুদীপ রায় বর্মন জানান আগামী কিছুদিনের মধ্যে ত্রিপুরায় প্রিয়াঙ্কা গান্ধী আসছে সংগঠনকে চাঙ্গা করতে।