Site icon janatar kalam

অর্থ চাকরি ব্যবসা নয় দানের মাধ্যমে লাভ করা যায় তৃপ্তি : সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চাকরি দিয়ে , অর্থ দিয়ে , ব্যবসা দিয়ে মানুষকে খুশি করানো যায় না , এটা সাময়িক খুশি । কিন্তু ক্ষুদ্র দানের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানো যায় ,, যারা মানুষের মুখে হাসি ফোটায় তারাও সামান্য কিছু দান করে মানসিক তৃপ্তি লাভ করতে পারে । বললেন রাজ্য সরকারের পর্যটন পরিবহন ও খাদ্য জনসংভরন ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী । শনিবার লায়ন্স ক্লাব অফ আগরতলার উদ্যোগে পুজো উপলক্ষে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রি সুশান্ত চৌধুরী আরও বলেন , পূজোর সময়ে সাধারণ দুঃস্থ গরিব মহিলারা একটি শাড়ি উপহার পেলে যে মানসিক তৃপ্তি লাভ করতে পারে , সেটা অর্থের বিনিময়েও করা যায় না। দানের মাধ্যমে দাতা যেমন মানসিক তৃপ্তি পায় তেমনি যে দান গ্রহণ করছে সেও একটা মানসিক তৃপ্তি উপলব্ধ করতে পারে । তার জন্য দুস্থ ও গরিব মানুষের সাহায্যে সমাজের প্রত্যেকটা মানুষের এগিয়ে আসা প্রয়োজন । তবেই এই সমাজে প্রত্যেকে মিলেমিশে সমভাবে বসবাস করা সম্ভব । এই দিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ আগরতলার বিশিষ্ট কর্মকর্তা ও সদস্যরা । রাজধানীর উজ্জয়ন্ত মার্কেট স্থিত ক্লাবের হল গৃহে অনুষ্ঠিত হয়েছে এই বস্ত্র বিতরণ কর্মযজ্ঞ ।

 

 

 

Exit mobile version