জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২২শে জানুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের ৫০০ বছরের যে অপেক্ষা তার অবসান হতে চলেছে রামলালার মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এই মন্দির প্রতিষ্ঠা কে কেন্দ্র করে গোটা দেশের সাথে রাজ্যের বিভিন্ন মন্দিরে চলছে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার কৃষ্ণনগর স্থিত সৎসঙ্গ বিহারে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমকে মেয়র দীপক মজুমদার জানান ২২ শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হতে চলা রামলালার মন্দির উদ্বোধন অনুষ্ঠানে সকলে ইচ্ছা থাকে সত্ত্বেও সেখানেই আমরা যেতে পারব না কিন্তু শ্রীরামচন্দ্র কে স্মরণ করে রাজ্যের প্রতিটি মন্দিরে মন্দিরে চলবে এবং আরাধনা। সশরীরে অযোধ্যায় রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠার দিন উপস্থিত না থাকতে পারলেও মনে প্রানে শ্রী রামের শ্রদ্ধায় নিয়োজিত থাকবেন বলে অভিমত ব্যক্ত করলেন। এদিনের কর্মসূচিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।