Site icon janatar kalam

অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠায় সূর্য মনি নগরে যজ্ঞ করলেন রামপ্রসাদ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৫০০ বছর পরে নতুন করে ফের প্রাণ প্রতিষ্ঠা পেল রামের । এ নিয়ে সারা দেশ জুড়ে শুরু হয়েছে আলোড়ন । দীর্ঘ যুদ্ধের পর অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠায় খুশির হাওয়া সর্বত্রই ।অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়েছে । সারা দেশ জুড়ে আজকের দিনে চলবে পুজো পাঠ । আজকের দিনে সর্বত্রই চলছে রাম নাম জপ । শুধু অযোধ্যায় নয় সারা দেশের প্রতিটি কোনায় চলছে বিশেষ পূজা অর্চনা । রাজধানীর সূর্য মনি নগরে উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের উদ্যোগে চলছে বিশেষ হোমযজ্ঞ ।উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এদিন গোটা রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন । পাশাপাশি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ পুজো করেন । এদিন বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়ে সূর্য মনি নগর বিধানসভা কেন্দ্রের গোটা এলাকা পরিক্রমা করেছে । রাম নামে জয়ধ্বনি দিয়ে এলাকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে যুবক যুবতী ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা গোটা সূর্যমনি নগর এলাকা ঘুরেছেন ।

 

 

Exit mobile version