জনতার কলম ওয়েবডেস্ক :- নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। বুধবার চমপাটিয়ায় এক জনসভায় তিনি বলেন, “এটাই মোদিজির সাম্রাজ্য—যেখানে সাধারণ মানুষ কোনও সাহায্য পান না, কৃষকের ঋণ মওকুফ হয় না। কিন্তু অম্বানি ও আদানির মতো বড় বড় শিল্পপতিদের কোটি কোটি টাকার ঋণ মাফ করা হয়। এটাই মোদিজির রাজত্ব, যেখানে বিহারের একসময়ের শক্তিশালী শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তিনি বড় বড় কথা বলেন, কিন্তু দেখানোর মতো কিছুই নেই।”
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও প্রধানমন্ত্রী মোদিকে একসঙ্গে কটাক্ষ করে প্রিয়াঙ্কা বলেন, “এখন আর কেউ নীতীশজিকে গুরুত্ব দেন না। মোদিজির চিন্তা এখন রাহুল গান্ধী বা তেজস্বী যাদবের পোস্টারে কার ছবি বড়—সেই নিয়ে! তিনি দেশের প্রধানমন্ত্রী, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রীকেই মঞ্চে ডাকেন না। মানুষের সমস্যা সমাধানে নয়, তিনি সময় নষ্ট করছেন অন্য দলের পোস্টার দেখে।”
প্রিয়াঙ্কার এই বক্তব্যে স্পষ্ট, বিহার ভোটে কংগ্রেস বিজেপি ও জেডিইউ–র বিরুদ্ধে তীব্র প্রচার শুরু করেছে। স্থানীয় নেতাদের মতে, তাঁর এই বক্তব্যে কংগ্রেসের প্রচারে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

