জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাধীনতার অমৃত মহোৎসবকে কেন্দ্র করে দেশের প্রত্যেক জনগণের উদ্দেশ্যে হর ঘর তিরংগা কর্মসুচির ফের আহ্বান করেছেন দেশের প্রধানমন্ত্রী। গত বছর ৭৫ তম স্বাধীনতা দিবস পালনের অঙ্গ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। এ বছরও তা পালনের আহ্বান জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। এ জন্য রাজ্যের জনগণের কাছে জাতীয় পতাকা পৌঁছে দেবার প্রয়াস হাতে নেওয়া হয়েছে। রাজ্যে দলের প্রত্যেকটি জেলা, মণ্ডল, ও প্রদেশ কার্যালয়ে এই ধরনের কাউন্টার খোলা হয়েছে। পাশাপাশি আগরতলার পুর নিগমের উদ্যোগেও সি টি সেন্টারে কাউন্টার খোলা হয়েছে। দলের প্রত্যেক কার্যকরতা এবং সকলে তা পালনে প্রস্তুত রয়েছেন। সে দিকে লক্ষ্য রেখেই এই কাউন্টারের উদ্বোধন করা হয় এদিন। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে জাতীয় পতাকা বন্টন করার জন্য কাউন্টারের উদ্বোধন করে একথা জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।এদিকে স্বাধীনতার অমৃত মহোৎসবকে সামনে রেখে প্রদেশ বিজেপি কার্যালয়ে এদিনই এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে এদিন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানান স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশের স্বাধীনতা সংক্রান্ত এক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাজ্যে দলের সব সাংগঠনিক জেলার হেড কোয়াটারে বিভিন্ন কার্যক্রমের পাশপাশি বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হবে। ১৪ আগস্ট আগরতলায় এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ। জানালেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত দলের সাধারন সম্পাদক তাপস ভট্টাচার্য।